ঐতিহাসিকভাবে ঈগল প্রতীকটি সিরিয়ার জাতীয় চেতনায় দীর্ঘদিন ধরেই গুরুত্বপূর্ণ। এটি ৭ম শতাব্দীর থানিয়াত আল-উকাব যুদ্ধসহ প্রাচীন ইসলামিক সামরিক প্রতীকে দেখা গেছে। ১৯৪৫ সালের স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রীয় প্রতীকেও এটি ব্যবহার করা হয়েছিল।
সিরিয়ার ডি ফ্যাক্টো (কার্যত) লিডার আহমেদ আল-শারাকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দেশটির সংবিধানও স্থগিত করা হয়েছে। গতকাল সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এ তথ্য জানিয়েছে।